সদর দক্ষিণে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ২০ পরিবার

মাজহারুল ইসলাম বাপ্পি।।

মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ২০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘর পেয়েছেন। মঙ্গলবার উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই ২০ পারিবারের নিকট জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

এ সময় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমানসহ দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের (৩য় পর্যায়) (২৬ এপ্রিল) মঙ্গলবার শুভ উদ্বোধন করা হয়েছে। সারা দেশের ন্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এ পর্যায়ে ’ক’ শ্রেণীর ২০ টি গৃহহীন পরিবারের মাঝে ০২ শতক খাস জমিসহ গৃহহস্তান্তর করা হয়।

বিজয়পুর ইউনিয়নের লালমাই পাহাড় মৌজার পশ্চিম কাছার নামক স্থানে ০৫ টি পরিবার, বারপাড়া ইউনিয়নের যাত্রাপুর মৌজায় ০৮ টি পরিবার এবং হরশপুর মৌজায় ০৭ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঈদ উপহার হিসেবে জমি ও গৃহ প্রদান করা হয়। গণভবন প্রান্ত হতে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত থেকে দেশের ৪৮৩ টি উপজেলার ন্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২০ টি ’ক’ শ্রেণীর গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন।

উল্লেখ যে, প্রথম পর্যায়ের প্রথম ধাপে ১০টি পরিবার, প্রথম পর্যায়ে ২য় ধাপে ৩০ টি পরিবার এবং ২য় পর্যায়ের ৪৪ টি পরিবারসহ মোট ৮৪টি গৃহহীন পরিবারের মাঝে ইতোপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও গৃহ প্রদান করা হয়েছে। ‍

উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে জুন/২০২১ পর্যন্ত অত্র উপজেলার ১২৮ টি পরিবারকে ’ক’ শ্রেণীর গৃহহীন পরিবার হিসেবে তালিকাভূক্ত করা হয়েছে। সম্প্রতি ক শ্রেণীর গৃহহীন পরিবারের তালিকা হালনাগাদ করণের অংশ হিসেবে উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে প্রাথমিক যাচাই অন্তে নতুন ৫৯৪ টি গৃহহীন পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে।

”বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে পর্যায়ক্রমে এ উপজেলার ’ক’ শ্রেণীর গৃহহীন পরিবারকে পূনর্বাসিত করে এ উপজেলাকে গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!