সদর দক্ষিণে প্রাথমিক শিক্ষকদের সেমিনার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ।।

স্বাধীনতাত্তোর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রাথমিক শিক্ষা বিষয়ক সেমিনার বুধবার সদর দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরে মুজিব শতবর্ষ উপলক্ষে সদর দক্ষিণের ৯০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা প্রমুখ।

কুমিল্লা সদর দক্ষিণের ৯০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি গোলাম সারওয়ার বলেন, দেশের কিন্ডারগার্ডেন গুলোর তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পাঠদানে অনেকটা পিছিয়ে আছে।

কিন্তু সুযোগ সুবিধা ও অনারিয়মের দিক থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কয়েকগুন এগিয়ে এগিয়ে রয়েছে।

সরকারি সকল সুবিধা ভোগ করার পরও প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান এর দিক দিয়ে পিছিয়ে থাকবে। এ বিষয়গুলো চিহ্নিত করে প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনার মান উন্নয়নে আন্তরিকতার সাথে সকল শিক্ষকদের কাজ করতে হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!