নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণের অরাজনৈতিক সংগঠন “প্রেরণা সামাজিক সংঘ” ও “ডাঃ আখসাফুল ইমাম” এর সহযোগিতায় উপজেলার বিজয়পুর বাজারে ডাঃ আবদুল খালেক এর বাড়িতে দুই দিন ব্যাপি (৩০ ও ৩১ ডিসেম্বর) বিনামূল্যে মানুষের হাড়ের ক্যালসিয়াম ও হাড় ক্ষয়ের বিভিন্ন উপাদান পরীক্ষা করা হয়। বিভিন্ন এলাকার প্রায় ২৫০ জন পুরুষ- মহিলা বিনামূল্যে এই পরীক্ষাটি করতে পেরে অত্যন্ত আনন্দিত। ডাঃ আখসাফুল ইমাম এ সময় বিনামূল্যে বিভিন্ন রোগের জন্য চিকিৎসা পত্র প্রদান করেন।
বিনামূল্যে চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন প্রেরণা সামাজিক সংঘের প্রারম্ভিক কমিটির সভাপতি ফাইজুল আলম মজুমদার রনি, সহ-সভাপতি আবুল হাসেম হৃদয়, সহ-সভাপতি ফয়সাল মোল্লা, সদস্য সচিব আরিফুর রহমান, সদস্য রাশেদ মাহমুদ শাওন, ওয়াশিম। সার্বিক সহযোগিতায় কাজ করেন “সোনারতরী রক্তদান ফাউন্ডেশন ” শাহারিয়ার, সাইফুল, ফরহাদ, রাজন, আরিফ, হাবিব, হাসান রাজা।
বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে পরামর্শ প্রদান করেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেড টিম সুপারভাইজার উৎপল রায়, নিউট্রিশিনিস্ট এন্ড ক্লিনিক্যাল ডায়েটেশিয়ান কাজী হামিদা বর্ষা, কুমিল্লার মেডিক্যাল এসোসিয়েট ফয়সাল হাসান, প্যাথলোজিষ্ট রুপান্ত রুপা, সহযোগী হিসেবে কাজ করেন মিলন সরকার।