সদর দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি :

বিশ্ব শিক্ষক দিবস ২০২১ উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে,বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর সহযোগিতায় মঙ্গলবার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজালাল, জেলা পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান সালমা আক্তার বিউটি।

এ সময় হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর মোঃ আবু তাহের, পিপুলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, বিজয়পুর মহিলা কলেজের অধ্যক্ষ বিধান কুমার চন্দ, চৌয়ারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুর রহমান খান, বামিশা হাজী এ. এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দাশ, শাকতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন সহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেসকো এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘শিক্ষকগণ শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে’।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!