সদর দক্ষিণে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

রকিবুল হাসান রকি :

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ২০২০ ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসপিয়া রহমান মেরি,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা বেগম সুমা,ডাঃ মোঃ জাকির হোসেন, ডাঃ তাকিয়া ইসলাম,ডাঃ কামরুল হাসান সহ প্রমুখ।

প্রধান অতিথী উপজেলা নির্বাহি অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন বলেন,
সদর দক্ষিণ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী কোন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে। এই কার্যক্রম উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আশরাফুর রহমান বলেন আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিদিন সকাল ৮ টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

জানাযায়,সদর দক্ষিণ উপজেলা এবং নব গঠিত লালমাই উপজেলা সহ ৩৩৭ টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১মাস বয়সী ৭৮৫০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৯০২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানের টার্গেট নেয়া হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল এর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। তবে কোন কোন শিশুর বমি বমি ভাব হতে পারে এতে ভয়ের কিছু নেই। ক্যাপসুলটি অবশ্যই ভরাপেটে খাওয়ানো হবে এবং করোনার কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্যাপসুল খাওয়ানো হবে। করোনার ব্যাপারে মাঠ কর্মীদের অবহিত করা হয়েছে।জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো ৬-৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন এ এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদূর্ভাব এক শতাংশের নীচে কমিয়ে আনা এবং তা অব্যাহত রাখা। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!