সদর দক্ষিণে মোতালেব মেম্বারের উদ্যোগে ৮০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।

পবিত্র মাহে রমজান কে সামনে রেখে হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন, দিনমজুর ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা সদর উপজেলার বিজয়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান,৮নং ওয়ার্ড মেম্বার ও আওয়ামীলীগ নেতা মোঃআব্দুল মোতালেব। বৃহস্পতিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাওড়াতলী,সুলতানপুর,ঘোষগাঁ ও রামনগর গ্রামের ৮০টি অসহায় পরিবারের মাঝে আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল মোতালেব মেম্বারের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী (চাল ১০কেজি,ডাল ১কেজি,তেল আধা কেজি,পেয়াজ ১কেজি) বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী হুমায়ন কবির,৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনু মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল হাসান,বিজয়পুর ইউনিয়ন যুবলীগ নেতা মহসিন আলী বাবু,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম,সমাজ সেবক মাইনুল,সজল,মনির প্রমুখ।

এ ব্যাপারে বিজয়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোতালেব মেম্বার বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন আতংকে রয়েছে। বাংলাদেশ সরকার সারা দেশের মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন। ফলে দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

মানবিক সহযোগিতার অংশ হিসেবে দেশের এ ক্রান্তিকালে বিজয়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অসহায় মানুষের পাশে থেকে নিজ সামর্থানুযায়ী ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। দেশের এমন পরিস্থিতিতে সমাজের সামর্থবানদের স্ব স্ব অবস্থান থেকে জনকল্যাণমূখি কাজে এগিয়ে আসতে হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!