নিজস্ব প্রতিবেদক ।। করোনা ভাইসারের বিস্তার রোধে হোম কোয়ারেন্টাইনে থাকা দুইশত জন কর্মহীন, দিনমজুর ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সুয়াগাজী বিসমিল্লাহ ইলেক্ট্রিক কোম্পানীর সত্বাধিকারী ও পূর্ব জোড়কানন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক হাজী মোঃ সোহেল রানা। মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোয়ালগাঁও সহ ওয়ার্ডের সকল গ্রামে ২০০ জন কর্মহীন মানুষের মাঝে হাজী সোহেল রানার ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী (চাল,ডাল,আলু,তেল,পেয়াজ) বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু। এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন,করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন আতংকে রয়েছে। বাংলাদেশ সরকার সারা দেশের মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন। ফলে দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে।সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে।স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী সোহেল রানার মতো অনেকে ব্যক্তি উদ্যোগেও মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। সমাজের বৃত্তবানদের হাজী সোহেল রানা’র মতো মানুষের জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছেন গোলাম সারওয়ার। সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বলেন, দেশের এ ক্রান্তিকালে হাজী সোহেল রানা এলাকার অসহায় মানুষের পাশে থেকে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে। সমাজের সামর্থবানদের এ রকম জনকল্যাণমূখি কাজে এগিয়ে আসতে হবে। করোনা প্রতিরোধে আপনারা সকলে ঘরে থাকুন,নিরাপদে থাকুন।
এ সময় সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, আওয়ামীলীগ নেতা ডাঃ আব্দুল মতিন,জাকির হোসেন,শাহজাহান,আবুল হাসেম,সাদেক, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী খন্দকার ফরিদা ইয়াসমিন, ষুবলীগ নেতা ফারুক হাজারী, বিল্লাল হোসেন, আব্দুল হান্নান, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন,নাজমুল হুদা মিঠু,নয়ন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।