সদর দক্ষিণে ৩০ টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ প্রদান

মাজহারুল ইসলাম বাপ্পি।।

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০ টি পরিবারকে জমি ও গৃহ প্রদানের আওতায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ও বিজয়পুর ইউনিয়নে ৩০টি পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পরে সদর দক্ষিণ উপজেলার ৩০ টি ভূমিহীন-গৃহহীনপরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়।

জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসলিমুন নেছা, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা।

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক শাহ ফয়সাল কারীম, সদর দক্ষিণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাশমত উল্লাহ হাসু, গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইসমাইল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসান, উপজেলা রিচার্স সেন্টারের আব্দুল মতিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!