মাজহারুল ইসলাম বাপ্পি।।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের দক্ষিণ রামপুর ঐতিহ্যবাহি কৃষক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন দক্ষিণ রামপুর কৃষক সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ড. আখতার হামিদ খান এর নিজ হাতে প্রতিষ্ঠিত দক্ষিণ রামপুর কৃষক সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে কাজী আবুল কাশেম (গোলাপ ফুল) ও সার্জেন্ট অবঃ মোঃ ইয়াছিন মিয়া (চেয়ার প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে সার্জেন্ট (অবঃ) মোঃ ইয়াছিন মিয়া (চেয়ার প্রতীক) নিয়ে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী আবুল কাশেম (গোলাপ ফুল প্রতীক) নিয়ে ১১৪ ভোট পেয়েছেন।
দক্ষিণ রামপুর কৃষক সমবায় সমিতির সহ-সভাপতি পদে মোঃ জমির উদ্দিন,ম্যানেজার পদে মোঃ মোস্তফা কামাল, সদস্য পদে ইমন, মোকারম মজুমদার, সাইফুল, জুয়েল মিজি বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন। দুইজন সদস্য শূন্য পদ রয়েছে।
এ দুই সদস্য পদ নির্বাচিত কার্যকরী কমিটি কো-অব করে শূণ্য সদস্য পদ পূরণ করবে।
আগামী তিন বছর এ কমিটি সমিতির দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিদর্শন করেন কুমিল্লা জেলা সমবায় অফিসার আল-আমিন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সমবায় অফিসার আব্দুল মালেক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ আমির আলী, মোঃ ফয়েজ আহমেদ, পোলিং অফিসার এর দায়িত্ব পালন করেন কেটিসিসিএ লিঃ এর পরিদর্শক খন্দকার সোহেল রেজা।
সার্বিক সহযোগিতায় ছিলেন দক্ষিণ রামপুর কৃষক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোতাহের হোসেন।
দক্ষিণ রামপুর কৃষক সমবায় সমিতি লিমিটেড এর উৎসব মুখর নির্বাচন দেখতে আশপাশের এলাকা থেকে লোকজন ভিড় জমায়। এ সময় চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ,
উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মেজবাউজ্জামান উজ্জ্বল, উপজেলা আওয়ামী লীগ নেতা জামাল পোদ্দার, খোরশেদ আলম, ছফিউল্লাহ, জাহাঙ্গীর, যুবলীগ নেতা কাজী বোরহান উদ্দিন, পারভেজ, রাজিব মজুমদার, মনির ফরাজীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬০ সালে ড.আখতার হামিদ খান দক্ষিণ রামপুর কৃষক সমবায় সমিতির লিমিটেড প্রতিষ্ঠা করেন।