সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (১৮ অক্টোবর) সারা দেশের ন্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নবগঠিত ছাত্রলীগ এর উদ্যোগে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ‘শেখ রাসেল দিবস ২০২১’।

সোমবার সন্ধ্যায় লালমাই বাজারস্থ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন অপু, সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুহিন ও সাংগঠনিক সম্পাদক মাধব এর নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে একটি বিশাল মশাল মিছিল বের হয়।

মশাল মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শেখ রাসেল দিবসের কেক কাটা ও আলোচনা সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, অর্থমন্ত্রীর পিও মোঃ মিজানুর রহমান, সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল,

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান সালমা আক্তার বিউটি, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ,

বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সদস্য জাফর আহম্মেদ, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন,আওয়ামী লীগ নেতা মীর রুবেল,যুবলীগ নেতা সোহেল মজুমদার, মোবারক, বিমল,রনি মজুমদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় তার ছোট ছেলে শেখ রাসেলকেও হত্যা করে।

ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে (বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন শেখ রাসেল।

তার  জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর। শেখ রাসেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন এবং দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত ঘোষণা করে সরকার। 

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!