নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির সকল আহ্বায়ক ও সদস্য সচিবদের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি হাজী সিদ্দিকুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কিবরিয়া জুয়েল এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের বারপারা ইউনিয়ন আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব আ.জ.ম ইকবাল সোহেল, চৌয়ারা ইউনিয়ন আহ্বায়ক আব্দুল খালেক ও সদস্য সচিব জাকির হোসেন, বিজয়পুর ইউনিয়ন আহ্বায়ক আব্দুল মতিন ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, পশ্চিম জোড়কানন ইউনিয়ন আহ্বায়ক মোঃ সেলিম ও সদস্য সচিব আবুল কাশেম, পূর্ব জোড়কানন ইউনিয়ন আহ্বায়ক শহিদুল ইসলাম ও সদস্য সচিব দেলোয়ার হোসেন, গলিয়ারা উত্তর ইউনিয়ন আহ্বায়ক দৌলত খান ও সদস্য সচিব সামসুল আলম, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আরিফ মজুমদার, ভূলইন উত্তর ইউনিয়ন আহ্বায়ক শহিদুল ইসলাম, পেরুল উত্তর ইউনিয়ন আহ্বায়ক এনামুল হক শামিম ও যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল, মোঃ মঈন উদ্দিন, পেরুল দক্ষিণ ইউনিয়ন আহ্বায়ক মোঃ সুমন ও সদস্য সচিব জামাল হোসেন, বেলঘর দক্ষিণ ইউনিয়ন আহ্বায়ক আইয়ুব আলী লিটন ও সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আহ্বায়ক জামাল হোসেন, বাকই উত্তর ইউনিয়ন আহ্বায়ক সফিকুর রহমান ও সদস্য সচিব সোহাগ ভূইয়া।
উক্ত মত বিনিময় সভায় আগামী এক মাসের মধ্যে সকল ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।