সদর দক্ষিণ উপজেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য পরিদর্শক ১১তম গ্রেড,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ তম গ্রেড,স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ খলিলুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমান, নাসির উদ্দীন, জান্নতুল ফেরদৌস, স্বাস্থ্য সহকারী মোজাম্মেল হক।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যাকসিন হিরো সম্মাননা, এমডিজি ৪ অর্জন,দক্ষিণ এসিয়ার শ্রেষ্ঠ টিকাদানকারী দেশ সাউথ সাউথ পুরস্কার অর্জন আমাদের মাধ্যমেই সম্ভব হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে যাবো।

এ বিষয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!