সিপাহী ও জনতার বিপ্লব এর স্মরণে ৭ই নভেম্বর

কুমিল্লা এসডি নিউজ ডেস্ক :

বাংলাদেশে ৭ই নভেম্বর তারিখটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করা হয়। ১৯৭৫ খ্রীস্টাব্দের এই দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লব এর স্মরণে এই দিবসটি পালিত হয়। কর্নেল (অবঃ) আবু তাহের এর নেতৃত্বে সংঘটিত এই বিপ্লব জেনারেল খালেদ মোশাররফ এর ৩ দিনের সরকারের পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। বর্তমানে দিনটিকে মূলত জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপি “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” হিসেবে পালন করে। জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মীদের জন্য ৭ই নভেম্বর তথা বিপ্লব ও সংহতি দিবসের ঘটনাগুলো প্রেরণার বাতিঘর। দিবসটি উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের পক্ষ থেকে গণতন্ত্র পুণরুদ্ধার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাই।
লেখক: মো: সায়েম মজুমদার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদল।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!