নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ আদর্শ পাঠাগার আয়োজিত ঈদ পুনর্মিলনী ও নাগরিক সমাবেশ শুক্রবার বিকালে সুয়াগঞ্জ টি.এ হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। অনুষ্ঠানে সুয়াগঞ্জ হাই স্কুলের শিক্ষক রুহুল আমিন স্যার কে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
নরসিংদী সরকারি কলেজ মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নজির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক,সুয়াগঞ্জ টি.এ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী,নজরুল একাডেমির প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, প্রভাষক জাহাঙ্গীর আলম, লালবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুদ্দিন, সদর দক্ষিণ মডেল থানার এস আই সোহেল,সুয়াগঞ্জ টি.এ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক সোলেমান,আবু সাঈদ,সানাউল,এড. সাইফুল ইসলাম, ডাঃ সাইফুল ইসলাম, শিক্ষক মামশাদ আলম।
এ সময় সুয়াগঞ্জ আদর্শ পাঠাগার সভাপতি হানজালা সিফাত,সাধারণ সম্পাদক এনামুল হাসান শাফী,সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী তুষার, সুয়াগঞ্জ আদর্শ পাঠাগারের আল আমিন,তুষার,রিফাত,সিফাত,রাকিব,রাব্বানি,মবিন,তুষার, সিয়াম,রবিউল,ইমন সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।