রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি।।
পবিত্র ঈদ-ই-আযম,ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উদযাপন উপলক্ষ্যে রেজভীয়া হোসাইনীয়া দরবার
শরীফের উদ্যোগে গতকাল কুতুবনগর (ঘোড়ামারা)রেজভীয়া খানকা শরীফ হইতে পবিত্র
জসনে জুলুস শুরু হয়।

উক্ত জসনে জুলুস কুতুবনগর রেজভীয়া খানকা শরীফ থেকে শুরু হয়ে কুমিল্লা নগরীর
গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে মাশরা ফকির বাজার রেজভীয়া হোসাইনীয়া দরবার
শরীফে গিয়ে মিলাদ,কেয়াম ও মোনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি করে।

উক্ত জুলুসে প্রধান অতিথি ছিলেন রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের গদ্দীনিশীন পীর
সাহেব ক্বিবলা,আশেকে রাসুল,পীরে কামেল শাহ সূফী হযরত মাওলানা গাজী আবুল
হোসাইন রেজভী সুন্নী আল কাদেরী(মা:জি:আ:)হুজুর ক্বেবলা।

বিশেষ অতিথি ছিলেন রেজভীয়া হোসাইনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার প্রধান
শিক্ষক,আশেকে রাসূল হযরত মাওলানা মুফতী শহিদুল্লাহ রেজভী সুন্নী আল
ক্বাদেরী,কুমিল্লা জেলা রেজভীয়া দরবার শরীফের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন
রেজভী, কুতুবনগর(ঘোড়ামারা) রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের খলিফা গাজী ফারুক
হোসাইন রেজভী,শিক্ষক নেতা মোহাম্মদ আলী চৌধুরী মানিক ,চাঁনপুর রেজভীয়া
হোসাইনিয়া সুন্নীয়া জামে মসজিদের খতিব মাও: মুফতি আবু কাউছার
রেজভী,চাঁনপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম রেজভী,মো:শাহ আলম
রেজভী,চর্থা এলাকার ডা: শাহ আলম,নানুয়ার বাজার এলাকার ডা: আমজাদ হোসেন
রেজভী,বুড়িচং এলাকার মো: মিজানুর রহমান রেজভী প্রমুখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!