সদর দক্ষিণে মাদকের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা সদর দক্ষিণে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদান করা সদর দক্ষিণ মডেল থানায় অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী।

এ সময় সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, সেকেন্ড অফিসার খাদেমুল বাহার উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সদর দক্ষিণ মডেল থানায় অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী সকল সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, মাদক বিক্রেতা,সেবনকারী সহ মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

সদর দক্ষিণ মডেল থানাটি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী হওয়ায় সকল প্রকার চোরাকারবারিদের বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। আর থানায় কোন দালালদের স্থান নেই। সরকারি সকল সুবিধা যথাসময়ে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়া হবে।

তিনি আরো বলেন,লালমাই পাহাড় কুমিল্লার ঐতিহ্য। পাহাড় কাটার সাথে জড়িতদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না। বিশেষ করে সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় যাত্রী সাধারণ এর জানমালের নিরাপত্তায় ও ছিনতাই রোধে বিশেষ নজরদারি রাখা হবে।

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও কুমিল্লা এসডি নিউজ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সদর দক্ষিণ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ ফয়সাল কারীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস আলী,দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বাপ্পি, ক্রিড়া সম্পাদক মাজহারুল ইসলাম নোমান উপস্থিত ছিলেন ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!