চৌদ্দগ্রামে কলেজ ছাত্রীর আত্মহত্যা

মেহরাব অপি :
কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া সুলতানা ইরিন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

সে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো ইলিয়াছের মেয়ে এবং কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

জানা যায়, দীর্ঘদিন ধরে সে তার নানার বাড়িতে থেকে পড়ালেখা করে আসছিলো। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা গাজী বাড়ীর মো. আলী হায়দার (নানা) এর ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে সে।
আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ বিষয়ে কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট শেষে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!