মানুষের কল্যাণে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে-অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটি এবং ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যগণের সাথে রবিবার ভার্চুয়ালী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি।
তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ মানুষের জন্য। মানুষের কল্যাণে কাজ করতে হবে।মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। প্রতিবেশির উপর অপর প্রতিবেশির হক রয়েছে। সকলকে প্রতিবেশির পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে থাকতে হবে। সকল ভালো কাজ বাস্তবতানে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী।
উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটি এবং ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যগণের মতবিনিময় সভায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ, বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হারিছ, পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু সহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সচিব, ইউপি সদস্য, উপজেলার সকল ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!