মোঃ জয়নাল আবেদীন জয় :
২২শে আগষ্ট শনিবার রাতে লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের কালোরা গ্রামের মজুমদার বাড়ীর মোহাম্মদ হারুন মজুমদার ছেলে চট্টগ্রাম কলেজের দ্বিতীয় বর্ষের (সম্মান) ছাত্র মোহাম্মদ রাসেল মজুমদার একই গ্রামের মোহাম্মদ কামরুল মজুমদার এর মেয়ে স্থানীয় একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বাবলী (ছন্দ নামে) এর সাথে মেয়ের বিয়ের সকল আয়োজন করা হয়।
মেয়ের বয়স ১৭ বছর হওয়ায় বাল্য বিবাহ আইনের আওতায় একটি দণ্ডনীয় অপরাধ।
গোপন সূত্রের ভিত্তিতে বাল্য বিয়ের আয়োজন এর খবর পেয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মেয়ের মা ও বাবাকে অর্থদণ্ড প্রদান করেন এবং মুচলেকা প্রদান করেন ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম ও লালমাই থানা পুলিশদের আসার খবর পেয়ে বর মোহাম্মদ রাসেল মজুমদার পালিয়ে যান।
লালমাই থানার পুলিশ এএসআই মোঃ মুশফিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
এ সময় স্থানীয় মেম্বার ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো নজরুল ইসলাম বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং জনস্বার্থে বাল্যবিবাহ রোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।