লালমাই প্রতিনিধি ।। লালমাই উপজেলা ভুমি অফিসে প্রথম সার্ভেয়ার হিসেবে যোগদান করেছেন আরিফুল ইসলাম। ২ সেপ্টেম্বর সকালে তিনি ছাড়াও অফিস সহায়ক শাহ আলমও যোগদান করেছেন। এরআগে গত ৩১ আগস্ট কুমিল্লা জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর মাহফুজা মতিন স্বাক্ষরিত এক আদেশে মুরাদনগর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মো: আরিফুল ইসলাম, চান্দিনা উপজেলার জারিকারক মো: খোরশেদ আলম, বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক মো: কাউছার আল রোমেন ও মনোহরগঞ্জের বাতাবাড়িয়া ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক মো: শাহ আলমকে লালমাই উপজেলা ভুমি অফিসে বদলি করা হয়েছে। তাদের প্রত্যেককে ১ সেপ্টেম্বের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
সার্ভেয়ার আরিফুল ইসলাম জন্মসূত্রে কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের লালমতি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি কুমিল্লা সদরের দিার মার্কেট এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন। ২০০৪ সালের ২৭ অক্টোবর লাকসাম উপজেলা ভুমি অফিসে সার্ভেয়ার হিসেবে তার চাকরি জীবন শুরু হয়। ২০০৬ সালে তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভুমি অফিসে সার্ভেয়ার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৮বছর পর অজ্ঞাত কারনে ২০১৪ সালে তাকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে বদলি করা হয়। ২০১৭ সালের ২৩ জুলাই তিনি মুরাদনগর উপজেলায় যোগদান করেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট লালমাই উপজেলার প্রথম এসিল্যান্ড হিসেবে ৩৫তম বিসিএস’র কর্মকর্তা শারমিন আরা যোগদান করেছেন।