কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৬৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

মো.জাকির হোসেন।।

কুমিল্লার সদর দক্ষিণ থানার সুয়াগাজী বিশ্বরোড, কোতয়ালী মডেল থানার আমতলী ও পূর্বচাঁনপুর এবং বুড়িচং থানার ভরাসার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ ৫ ফেব্রুয়ারি শুক্রবার একাধিক অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে ১৬৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার লাকসাম থানার পইশাগি গ্রামের জালাল আহম্মেদ এর ছেলে মোঃ বাহার উদ্দিন (২৯, জেলার চৌদ্দগ্রাম থানার বদরপুর উত্তরপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে ইমন মিয়া (১৯), জেলার কোতোয়ালি থানার পূর্বচাঁনপুর গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৩৪), ও জেলার বুড়িচং থানার ভরাসার গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ শাকিল (২৮)।

অভিযানে মোঃ বাহার উদ্দিন (২৯) কে একটি কাভার্ড ভ্যান ও ৩৬ গাঁজা সহ আটক করা হয় এবং মোঃ শাকিল (২৮) এর বসতবাড়ী হতে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!