কুমিল্লায় বিপুল পরিমাণ পলিথিন জব্দঃ লক্ষ টাকা জরিমানা

ফারুক আজম।।

কুমিল্লায় যত্রতত্র পলিথিনের ব্যবহার রোধে জেলা প্রশাসনের পলিথিন বিরোধী অভিযান চলছে। গত এক সপ্তাহ ধরে প্রচার প্রচারণা শেষে গতকাল থেকে পলিথিন বিরোধী অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ।

তারই ধারাবাহিকতায়, কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে নগরীর চকবাজার এলাকায় ঢাকা স্টোরে অভিযান চালিয়ে ১০১২ কেজি বিভিন্ন আকারের পলিথিন জব্দ করা হয় এবং সেই সাথে বিভিন্ন নামিদামি কোম্পানির মোরক আটক করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা ও আনসার সদস্যগন সহযোগিতা করেন।

আটককৃত পলিথিন গুলো জব্দ করে পরিবেশ অধিদপ্তরের সংরক্ষণ করা হয় এবং ঢাকা স্টোর কে ২লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশগ্রহণ করা পরিবেশ অধিদপ্তরের কুমিল্লার পরিদর্শক ফখরুদ্দিন চৌধুরী জানান, পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে জনগণকে প্রথমে সচেতন করা হয়েছে এবং এখন থেকে নিয়মিত পরিবেশ রক্ষায় পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!