মোঃ জয়নাল আবেদীন জয় :
১০ই ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগামী ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২১ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম,উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী,উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান,উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ সাইফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ সোহাগ চক্রবর্তী,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খানম,উপজেলা খাদ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, উপজেলা মৎস্য অফিসার মোঃ মহি উদ্দিন, কুমিল্লা পল্লি বিদ্যুৎ সমিতি -২ বাগমারা শাখার ডিজিএম মোঃ সাখাওয়াত হোসেন,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজে অধ্যক্ষ মোঃ কামরুল আহসান,বাংলাদেশ শিক্ষক সমিতি,লালমাই উপজেলার সাধারণ সম্পাদক ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ,লালমাই প্রেস ক্লাবের সভাপতি ও চলন পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান কাশেম,সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলার সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,উপজেলা সার্ভেয়ার মোঃ আরিফুর রহমান প্রমুখ।
সভায় আগামী ২১শে ফেব্রুয়ারী রাত ১২ঃ০১ মিনিটে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন,সকাল ৮টায় প্রভাত ফেরী বাগমারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হবে,সকাল ৯ টায় অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের হল রুমে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে,উপজেলার সকল মসজিদ, মন্দির,প্যাগোডাতে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হবে।