কুমিল্লা ইপিজেড থেকে বাড়ি ফেরার পথে খায়রুল বাশার সুমনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা ইপিজেডের সিংসাংসু কোম্পানির সিনিয়র এইচআর এডমিন খায়রুল বাশার সুমনকে অফিস থেকে বাড়ি ফেরার পথে ইপিজেড সড়কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত খায়রুল বাশার সুমন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের মান্দারি গ্রামের মমিন মাষ্টারের ৩য় ছেলে।

জানা যায়, শুক্রবার বিকাল পৌনে ৫ টায় অফিস থেকে বাসায় ফেরার সময় ইপিজেড সড়কে আসার পর অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে আক্রমন করে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন,ইপিজেডে কোম্পানীতে কর্মী চাটাইকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে আছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।এ বিষয়ে হত্যা মামলা প্রস্তুতি চলছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!