শিরোনাম :
খাটের সুরক্ষিত বক্স থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার আটক ১
- তারিখ : ১২:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / 666
আরিফ গাজী,মুরাদনগর প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পায়ব এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে মনির ভান্ডারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নিজ বাড়ীতে ওই গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়ে মনির ভান্ডারী। তার বসতঘরের একটি খাটের সুরক্ষিত বক্স থেকে স্কচট্যাপ মোড়ানো আলাদা আলাদা পুটলি করে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
মাদক কারবারি মনির হোসেন ওরফে মনির ভান্ডারী (৪২) মুরাদনগর উপজেলার পায়ব গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে মনির ভান্ডারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। সোমবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।










