জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণে র‍্যালী ও আলোচনা সভা

 নিজস্ব প্রতিবেদক।।

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার সফল তিনজন মৎস্যচাষীকে পুরষ্কার প্রদান করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার ফরিদা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। মৎস্যচাষীদের পক্ষে বক্তব্য রাখেন সাহিদুল ইসলাম তৌহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসের এফ.এ কাজী সাইফুল ইসলাম।

উল্লেখ্য, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ২ হাজার ৬৬৫ টি পুকুরে ২ হাজার ৩৫০ জন মৎস্য চাষি মাছ চাষ করছেন। বর্তমানে উপজেলায় মাছের চাহিদা ৬ হাজার ৮৮২ মেট্রিক টন থাকলেও উৎপাদন হচ্ছে ১৬ হাজার ৩৪.৪৩৪ মেট্রিক টন। এতে উদ্বৃত্ত রয়েছে ৯ হাজার ১৫২ মেট্রিক টন। তবে গত বছরের চেয়ে এবছর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ২০৮ মেট্রিক টন মাছ উৎপাদন বেড়েছে। 

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!