০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২ লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান

‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১’ সংসদে উত্থাপন

  • তারিখ : ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • / 414

অনলাইন ডেস্ক :

জাতীয় সংসদের একক আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কাজ সুচারুরূপে সম্পাদন করার জন্য ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১’ সংসদে উত্থাপিত হয়েছে। শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপ্তি দিনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি তোলেন। দৈব দুর্বিপাকে আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সম্ভব না হলে সর্বশেষ নির্ধারিত সীমার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিলটিতে উল্লেখ করা হয়েছে।

শনিবার (০৩ জুলাই) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। পরে বিলটি অধিকতর যাচাই বাছাইয়ের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। যাচাই-বাছাই করে বিলটি চূড়ান্ত করে আগামী ৬০ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।

সংসদে উত্থাপিত বিলে কমিশনের কার্য ধারা সম্পর্কে প্রশ্ন উত্থাপনে বাধানিষেধ: এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারন বা কোন আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহিত কোন কার্যধারা বা কৃত কোন কার্যক্রমের বৈধতা সম্পর্কে কোন আদালতে বা অন্য কোন কর্তৃপক্ষের নিকট প্রশ্ন উত্থাপন করা যাবে না।

বিলে নতুন করে আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সম্পর্কে বলা হয়েছে- প্রত্যেক আদমশুমারি সমাপ্তির পর আদমশুমারির পরবর্তী জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের উদ্দেশ্য, কমিশনের নিকট অন্য কোনো কারণ উপযুক্ত বিবেচিত হলে তা লিপিবদ্ধ করে জাতীয় সংসদের প্রত্যেক সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে কার্য সম্পাদক করবে।

দৈব দুর্বিপাক বা অন্য কোন যুক্তিসঙ্গত কারণে নির্ধারিত সময়ের মধ্যে কোন আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা সম্ভব না হলে উক্তরূপ কাজ শেষ হবার আগে কোন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হলে উক্ত সাধারণ নির্বাচন আঞ্চলিক নির্বাচনী এলাকার সর্বশেষ নির্ধারিত সীমার ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

কমিশন প্রশাসনিক সুবিধা বিবেচনা করে প্রতিটি আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবে, যাতে প্রতিটি আঞ্চলিক নির্বাচনী এলাকার ভৌগোলিক অখন্ডতা বজায় থাকে এবং এইরূপ সীমানা নির্ধারণ সর্বশেষ আদমশুমারি প্রতিবেদনে উল্লেখিত জনসংখ্যার যতদূর সম্ভব বাস্তব বন্টনের ভিত্তিতে করতে হবে।

জনস্বার্থে আবশ্যক বিবেচনায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট হতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) আইন ২০১৩(২০১৩) সনের ৬ নং আইন দ্বারা অন্যান্য কতিপয় অধ্যাদেশের সঙ্গে উক্ত অর্ডিন্যান্সকে কার্যকর রাখা হয়।

প্রস্তাবিত বিলে সংবিধানের ৬৫ (২) অনুচ্ছেদে উল্লেখিত সংখ্যক একক আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নির্বাচন কমিশন কার্যপদ্ধতি ক্ষমতা অর্পণ ও কমিশনকে সহায়তা প্রদান এবং কমিশন কর্তৃক বিধি প্রণয়নের ক্ষমতা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত মতে বিলটি আইনে পরিণত হলে জাতীয় সংসদের একক আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কাজ সুচারুরূপে সম্পাদন করা হবে।

শেয়ার করুন

‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১’ সংসদে উত্থাপন

তারিখ : ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

অনলাইন ডেস্ক :

জাতীয় সংসদের একক আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কাজ সুচারুরূপে সম্পাদন করার জন্য ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১’ সংসদে উত্থাপিত হয়েছে। শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপ্তি দিনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি তোলেন। দৈব দুর্বিপাকে আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সম্ভব না হলে সর্বশেষ নির্ধারিত সীমার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিলটিতে উল্লেখ করা হয়েছে।

শনিবার (০৩ জুলাই) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। পরে বিলটি অধিকতর যাচাই বাছাইয়ের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। যাচাই-বাছাই করে বিলটি চূড়ান্ত করে আগামী ৬০ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।

সংসদে উত্থাপিত বিলে কমিশনের কার্য ধারা সম্পর্কে প্রশ্ন উত্থাপনে বাধানিষেধ: এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারন বা কোন আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহিত কোন কার্যধারা বা কৃত কোন কার্যক্রমের বৈধতা সম্পর্কে কোন আদালতে বা অন্য কোন কর্তৃপক্ষের নিকট প্রশ্ন উত্থাপন করা যাবে না।

বিলে নতুন করে আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সম্পর্কে বলা হয়েছে- প্রত্যেক আদমশুমারি সমাপ্তির পর আদমশুমারির পরবর্তী জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের উদ্দেশ্য, কমিশনের নিকট অন্য কোনো কারণ উপযুক্ত বিবেচিত হলে তা লিপিবদ্ধ করে জাতীয় সংসদের প্রত্যেক সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে কার্য সম্পাদক করবে।

দৈব দুর্বিপাক বা অন্য কোন যুক্তিসঙ্গত কারণে নির্ধারিত সময়ের মধ্যে কোন আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা সম্ভব না হলে উক্তরূপ কাজ শেষ হবার আগে কোন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হলে উক্ত সাধারণ নির্বাচন আঞ্চলিক নির্বাচনী এলাকার সর্বশেষ নির্ধারিত সীমার ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

কমিশন প্রশাসনিক সুবিধা বিবেচনা করে প্রতিটি আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবে, যাতে প্রতিটি আঞ্চলিক নির্বাচনী এলাকার ভৌগোলিক অখন্ডতা বজায় থাকে এবং এইরূপ সীমানা নির্ধারণ সর্বশেষ আদমশুমারি প্রতিবেদনে উল্লেখিত জনসংখ্যার যতদূর সম্ভব বাস্তব বন্টনের ভিত্তিতে করতে হবে।

জনস্বার্থে আবশ্যক বিবেচনায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট হতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) আইন ২০১৩(২০১৩) সনের ৬ নং আইন দ্বারা অন্যান্য কতিপয় অধ্যাদেশের সঙ্গে উক্ত অর্ডিন্যান্সকে কার্যকর রাখা হয়।

প্রস্তাবিত বিলে সংবিধানের ৬৫ (২) অনুচ্ছেদে উল্লেখিত সংখ্যক একক আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নির্বাচন কমিশন কার্যপদ্ধতি ক্ষমতা অর্পণ ও কমিশনকে সহায়তা প্রদান এবং কমিশন কর্তৃক বিধি প্রণয়নের ক্ষমতা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত মতে বিলটি আইনে পরিণত হলে জাতীয় সংসদের একক আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কাজ সুচারুরূপে সম্পাদন করা হবে।