শিরোনাম :
আত্মকথন
- তারিখ : ০২:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / 605
লোকমান হোসেন বাবু :
বাহিরে বৃষ্টি হচ্ছে!!
কিন্তু বৃষ্টি কি তবে বাহিরেই হচ্ছে?
মানুষের ভিতরের বৃষ্টি প্রকাশ করা যায় না কেনো?
হয়তো এই রহস্য উন্মোচনের সাধ্য নেই আমার,
সাধ হয় কিন্তু ক্ষমতা কোথায়!
তাই তো বৃষ্টিতেই নিজের বৃষ্টি বিসর্জন দেই,
আর বৃষ্টির পানিতে কষ্টটা ধোয়ার চেষ্টা করি;
কিন্তু বিদায়ের কষ্ট কি বৃষ্টির পানিতে ধোয়া যায় বলো?