নাঙ্গলকোট হোমনাবাদ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো: ওমর ফারুক :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার ২ শতাধিক শিক্ষার্থী প্রতিবাদ সমাবেশে অংশ নেন। এবার ওই কলেজ থেকে ৪ শতাধিক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিবেন।

শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানানো হয়,এ্যাসাইমেন্ট জমা ও পরিক্ষার জন্য কলেজ কর্তৃপক্ষের ধার্যকৃত টাকা দেয়ার জন্য। এ সময় শত শত শিক্ষার্থী কলেজে এসে জানতে পারেন অধ্যক্ষের ধার্যকৃত টাকা দিতে হবে। শিক্ষার্থীরা অধ্যক্ষকে টাকার পরিমান জানতে চাইলে তখন তিনি শ্রেণি ভাগ করে টাকা চান।

ব্যবসা বিভাগের শিক্ষার্থী মো: রকি বলেন- অধ্যক্ষ তার কাছে ৪ হাজার টাকা দাবী করেন, ভর্তি ফি ও ফরম পূরনের জন্য। কিন্তু সরকারে নির্ধারন করা হয়- ১ হাজার ৭০ টাকা।

মানবিক শাখার এইচ এসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহ পরান কিরন বলেন- সরকারী ফি ১ হাজার ৭০ টাকা। তার কাছে অধ্যক্ষ ৭ হাজার টাকা দাবী করেন।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগ সভাপতি শ্যামন বলেন-অধ্যক্ষ তার কাছে ৮ হাজার টাকা দাবী করেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠো ফোনে একাধিক বার ফোন দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন বলেন- এখনো কেউ অভিযোগ দেন নাই।

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন-বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রকৃত ঘটনার সত্যতা জানার চেষ্টা করছি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!