কুমিল্লায় অতিরিক্ত মূল্য বসিয়ে তেল বিক্রি, দুই দোকানির জরিমানা

কুমিল্লা প্রতিনিধি :

সয়াবিন তেলের বোতলে ঘষামাজা করে অতিরিক্ত মূল্য বসিয়ে বিক্রির দায়ে দুই দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৩৪ লিটার তেল জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিশেষ অভিযান চালিয়ে নগরীর বাদশা মিয়ার বাজারে শাহিন এন্টারপ্রাইজ ও রাকিব এন্টারপ্রাইজে এ জরিমানা আদায় করা হয়।

মো. আছাদুল ইসলাম জানান, সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করছিল নগরীর বাদশা মিয়ার বাজারে শাহিন এন্টারপ্রাইজ ও রাকিব এন্টারপ্রাইজ। পরে শাহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার ও রাকিব এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩৪ লিটার তেল জব্দ করে নগরীর কাসেমুল উলুম এতিমখানায় দেওয়া হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!