মনোহরগঞ্জে হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- তারিখ : ১১:০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / 653
আকবর হোসেন :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উত্তর হাওলা দীঘির পাড় দারুল উলুম মাদরাসায় কোরআনে হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন কাতারে অবস্থানরত বাংলাদেশীদের প্রিয় সংগঠন হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংঘ।
গতকাল বৃহস্পতিবার আয়োজিত ইফতার মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংঘের সভাপতি মোজাম্মেল হোসেন সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটোয়ারী সোহেল, যুবলীগ নেতা আনিছ ভুঁইয়া, উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান পাটোয়ারী,
লক্ষণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদসহ আরো অনেকে৷ উল্লেখ্য ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রায় শতাধিক এতিম শিশু অংশগ্রহণ করেন। পরে হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংঘের সকল সদস্য এবং উপস্থিত সকলের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।