নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও আদর্শ শিক্ষার্থী গড়ার লক্ষ্যে ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।
ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মীর মোঃ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজালাল, ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ও কুমিল্লা জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তফা মজুমদার বাচ্চু,সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ডাঃ কিরণ বৈদ্য, ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ মাস্টার।
ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম এর সার্বিক তত্বাবধানে ও স্কুলের সহকারী শিক্ষক মেজবাউদ্দিন শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টামন্ডলীর সদস্য ও জেলা পরিষদ সাবেক সদস্য তৌহিদুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সদস্য জামাল পোদ্দার, চৌয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু ইসহাক মেম্বার, ভুবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া,ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ডাঃ মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল সহ বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন । ইনহাউজ প্রশিক্ষক ছিলেন ক্যান্টবোর্ড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম মজুমদার।