নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরে ৫ কোটি ৬০ লক্ষ ৬৮ হাজার ২০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক অর্পনা বৈদ্য। প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ফৌজিয়া নাসরিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মেসবাহ উদ্দিন, সদর দক্ষিণ উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার।
সদর দক্ষিণ উপজেলা একাডেমিক সুপারভাইজার সালিমা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ, গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক, গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ নাসিম আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার, চৌয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ ইউপি সচিব, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।