কুমিল্লা সদর দক্ষিণে ধর্মপুর এলাকার ৩ ছিনতাইকারী গ্রেফতার
- তারিখ : ০৮:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / 3023
সদর দক্ষিণ প্রতিনিধি :
কুমিল্লা ধর্মপুর এলাকার তিন ছিনতইকারীকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। নগরীর শাকতলাস্থ ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর সামনে এক ডাক্তারকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই’র মামলায় তাদের গ্রেফতার করা হয়। রবিবার গ্রেফতারকৃত তিন জন’ই কুমিল্লার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় ছিনতাইয়ের বিষয়ে শিকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি রাতে নগরীর টমছমব্রীজ সংলগ্ন শাকতলাস্থ ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর সামনে ডা: রবিউল পাটোয়ারী নামে এক জনকে ছুরিকাঘাত করে এক দল ছিনতাইকারী মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় ইপিজেড ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ধর্মপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম (২৬), একই এলাকার মৃত কালা মিয়ার ছেলে এমরান হোসেন ইমু (২৪) ও শাহিন মিয়ার ছেলে পাবেল (২২) কে ছিনতাই’র মামলায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত তিন জন’ই রবিবার কুমিল্লার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় ছিনতাইয়ের বিষয়ে শিকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম জানান, ছিনতাই, মাদক সহ সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।