০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার বেপরোয়া বোগদাদ বাসের ধাক্কায় অসহায় ভ্যান চালকের মৃত্যু

সকলকে কাঁদিয়ে বিদায় নিলেন মানবিক ইউএনও শুভাশিস ঘোষ

  • তারিখ : ০৬:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • / 1167

মাজহারুল ইসলাম বাপ্পি :

নিজে কেঁদে ও সকলকে কাঁদিয়ে বিদায় নিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জনবান্ধব ও মানবিক ইউএনও শুভাশিস ঘোষ। তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। প্রশাসনিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও সক্রিয় ছিলেন তিনি। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান।

শিক্ষা ও সংস্কৃতির উপজেলা হিসেবে পরিচিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছোট হলেও জেলার মধ্যে খুবই গুরুত্ব বহন করে এই উপজেলাটি। এ উপজেলার উত্তরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, পশ্চিমে বরুড়া উপজেলা, দক্ষিণে লালমাই উপজেলা ও চৌদ্দগ্রাম উপজেলা এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মূল প্রশাসনিক ভবনটি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ২ কিলোমিটার পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত।
কুমিল্লা ইপিজেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, সরকারী পলিটেকনিক্যাল কলেজ, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), লালমাই পাহাড়ের মত গুরুত্বপূর্ণ স্থান এই উপজেলায়।

বর্তমান বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এ সংসদীয় আসনের’ই এমপি। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুভাশিষ ঘোষ এর প্রায় তিন বছরেই তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। জনবান্ধব এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গত ২০২০ সালে ১১ নভেম্বর তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি সদর দক্ষিণ উপজেলা প্রশাসনকে নিজের মতো করে ঢেলে সাজান। উপজেলার যে কোনো অবৈধ ও অন্যায় কাজের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি কোনো অভিযোগ পেলে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন। তা ছাড়া গণমাধ্যম ও মুঠোফোনের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তাছাড়া সুবিধাবঞ্চিত মানুষের সেবা, কোভিড-১৯ প্রতিরোধে জনগণকে সচেতন করে তোলা, সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ এবং বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্প বা সরকারি দান-অনুদান সরেজমিন পরিদর্শন করে তা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে সফলও হয়েছেন।

ইউএনও’র এসব সাফল্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সদর দক্ষিণ উপজেলা প্রেসক্লাব সভাপতি হাজী দেলোয়ার হোসেন মজুমদার বলেন,‘সরকারের একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা এবং মানবসেবক হিসেবে ইউএনও অসাধারণ একজন মানুষ। সরকারের অর্পিত প্রতিটি দায়িত্ব পেশাদারিত্বের সাথে তিনি সঠিক ভাবে পালন করেছেন। সদ্য যোগদান করা ইউএনও রুবাইয়া খানমও এ ধারা অব্যাহত রাখবেন বলে আমার বিশ্বাস।

ইউএনওর কাজের প্রসংশা করতে গিয়ে সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম বলেন, ইউএনও সাহেব যেভাবে মানুষের সাথে মিশে গেছে সত্যিই অবাক হওয়ার মতো। আসলেই তিনি সাধারণ মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। তার ভালোবাসা এবং সততায় সদর দক্ষিণ উপজেলার আপামর জনসাধারণ মুগ্ধ, যা আমাদের স্থানীয় সংসদ সদস্য বিশ্ব সেরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও দেশরত্ন প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার সহায়ক ভূমিকা পালন করেছে। ইউএনও শুভাশিস চলে গেলেন কিন্তু তিনি সদর দক্ষিণ উপজেলা বাসীর হৃদয়ের মনিকোঠায় বেঁচে থাকবেন অনেকদিন।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী বলেন, তিনি একজন সৃজনশীল ও মানবিক ইউএনও ছিলেন। তিনি কোন কল্যাণকর কাজ থেকে পিছপা হননি। তিনি খুবই পরিশ্রমী, দক্ষ ও সৎ মানুষ ছিলেন।

সদর দক্ষিণ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল বলেন, তিনি মানুষকে সেবা দেওয়ার জন্য দৌঁড়াতেন। তার কর্মের কথা উপজেলাবাসী মনে রাখবে। প্রত্যেকটি মানুষের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন ও সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করতেন। সারাক্ষণ উপজেলার উন্নয়ন নিয়ে ভাবতেন। তিনি সৎ, উদ্যামী ও কর্মঠ ছিলেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বলেন, তার সততা ও ন্যায়পরায়ণতায় আমরা মুগ্ধ হয়েছি। তিনি অত্যন্ত উদার মনের মানুষ। অল্প সময়ের মধ্যে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছিলেন। নিম্নশ্রেণি থেকে উচ্চপদস্থ লোক খুব সহজে তার কাছে যেত পারত। কোন ঘটনাঘটলে তাৎক্ষণিকভাবে ছুটে যেতেন।

শেয়ার করুন

সকলকে কাঁদিয়ে বিদায় নিলেন মানবিক ইউএনও শুভাশিস ঘোষ

তারিখ : ০৬:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩

মাজহারুল ইসলাম বাপ্পি :

নিজে কেঁদে ও সকলকে কাঁদিয়ে বিদায় নিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জনবান্ধব ও মানবিক ইউএনও শুভাশিস ঘোষ। তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। প্রশাসনিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও সক্রিয় ছিলেন তিনি। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান।

শিক্ষা ও সংস্কৃতির উপজেলা হিসেবে পরিচিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছোট হলেও জেলার মধ্যে খুবই গুরুত্ব বহন করে এই উপজেলাটি। এ উপজেলার উত্তরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, পশ্চিমে বরুড়া উপজেলা, দক্ষিণে লালমাই উপজেলা ও চৌদ্দগ্রাম উপজেলা এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মূল প্রশাসনিক ভবনটি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ২ কিলোমিটার পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত।
কুমিল্লা ইপিজেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, সরকারী পলিটেকনিক্যাল কলেজ, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), লালমাই পাহাড়ের মত গুরুত্বপূর্ণ স্থান এই উপজেলায়।

বর্তমান বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এ সংসদীয় আসনের’ই এমপি। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুভাশিষ ঘোষ এর প্রায় তিন বছরেই তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। জনবান্ধব এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গত ২০২০ সালে ১১ নভেম্বর তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি সদর দক্ষিণ উপজেলা প্রশাসনকে নিজের মতো করে ঢেলে সাজান। উপজেলার যে কোনো অবৈধ ও অন্যায় কাজের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি কোনো অভিযোগ পেলে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন। তা ছাড়া গণমাধ্যম ও মুঠোফোনের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তাছাড়া সুবিধাবঞ্চিত মানুষের সেবা, কোভিড-১৯ প্রতিরোধে জনগণকে সচেতন করে তোলা, সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ এবং বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্প বা সরকারি দান-অনুদান সরেজমিন পরিদর্শন করে তা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে সফলও হয়েছেন।

ইউএনও’র এসব সাফল্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সদর দক্ষিণ উপজেলা প্রেসক্লাব সভাপতি হাজী দেলোয়ার হোসেন মজুমদার বলেন,‘সরকারের একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা এবং মানবসেবক হিসেবে ইউএনও অসাধারণ একজন মানুষ। সরকারের অর্পিত প্রতিটি দায়িত্ব পেশাদারিত্বের সাথে তিনি সঠিক ভাবে পালন করেছেন। সদ্য যোগদান করা ইউএনও রুবাইয়া খানমও এ ধারা অব্যাহত রাখবেন বলে আমার বিশ্বাস।

ইউএনওর কাজের প্রসংশা করতে গিয়ে সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম বলেন, ইউএনও সাহেব যেভাবে মানুষের সাথে মিশে গেছে সত্যিই অবাক হওয়ার মতো। আসলেই তিনি সাধারণ মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। তার ভালোবাসা এবং সততায় সদর দক্ষিণ উপজেলার আপামর জনসাধারণ মুগ্ধ, যা আমাদের স্থানীয় সংসদ সদস্য বিশ্ব সেরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও দেশরত্ন প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার সহায়ক ভূমিকা পালন করেছে। ইউএনও শুভাশিস চলে গেলেন কিন্তু তিনি সদর দক্ষিণ উপজেলা বাসীর হৃদয়ের মনিকোঠায় বেঁচে থাকবেন অনেকদিন।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী বলেন, তিনি একজন সৃজনশীল ও মানবিক ইউএনও ছিলেন। তিনি কোন কল্যাণকর কাজ থেকে পিছপা হননি। তিনি খুবই পরিশ্রমী, দক্ষ ও সৎ মানুষ ছিলেন।

সদর দক্ষিণ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল বলেন, তিনি মানুষকে সেবা দেওয়ার জন্য দৌঁড়াতেন। তার কর্মের কথা উপজেলাবাসী মনে রাখবে। প্রত্যেকটি মানুষের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন ও সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করতেন। সারাক্ষণ উপজেলার উন্নয়ন নিয়ে ভাবতেন। তিনি সৎ, উদ্যামী ও কর্মঠ ছিলেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বলেন, তার সততা ও ন্যায়পরায়ণতায় আমরা মুগ্ধ হয়েছি। তিনি অত্যন্ত উদার মনের মানুষ। অল্প সময়ের মধ্যে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছিলেন। নিম্নশ্রেণি থেকে উচ্চপদস্থ লোক খুব সহজে তার কাছে যেত পারত। কোন ঘটনাঘটলে তাৎক্ষণিকভাবে ছুটে যেতেন।