কুমিল্লা সদর দক্ষিণে পানিতে ডুবে দুই জমজ ভাই’র মৃত্যু

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

কুমিল্লা সদর দক্ষিণের বেলতলী বাজার সংলগ্ন ঘোষগাঁও চৌধুরী বাড়ির পাশের খাদের পানিতে ডুবে দুই জমজ ভাই’র মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে পানিতে ডুবে বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত কবির হোসেন এর ছেলে হাসান (৭) ও হোসাইন (৭) এর মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দুই জমজ ভাই হাসান ও হোসাইন স্থানীয় একটি মাদরাসায় পড়তো। মাদরাসা বন্ধ থাকায় বাড়িতে এসে খেলতে বের হয় তারা।

অনেক খোঁজাখুজির পর না পেয়ে দুপুর ১২ টায় দিকে বাড়ির পাশের খাদের পানি থেকে দুই জমজ ভাইকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। দুই জমজ ভাই এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!