ঘুষ নেওয়ার অভিযোগে লালমাই ভূমি অফিসের পাঁচ কর্মচারীকে বদলি

ঘুষ নেওয়ার অভিযোগে কুমিল্লার লালমাই উপজেলার ভূমি অফিসের পাঁচ কর্মচারীকে বদলি করা হয়েছে। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তারসহ বদলি হওয়া সবার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে একটি কমিটি করা হয়েছে। লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, কুমিল্লার রেভিনিউ ডেপুটি কালেকক্টর (আরডিসি) ফাহরিয়া ইসলাম স্বাক্ষরিত তিনটি বদলির আদেশে অভিযুক্ত পাঁচজনকে বদলি করা হয়। লালমাই উপজেলার ভূমি অফিস থেকে বদলি করে জারিকারক মো. খোরশেদ আলমকে মনোহরগঞ্জ উপজেলা ভূমি অফিস এবং সার্ভেয়ার মো. মঞ্জুর হোসেনকে মেঘনা উপজেলা ভূমি অফিসে পাঠানো হয়। আর কম্পিউটার অপারেটর মো. আতিকুর রহমান সরকারকে মনোহরগঞ্জ উপজেলা ভূমি অফিস, অফিস সহায়ক কাউছার আল রোমেনকে লালচাঁদপুর ইউনিয়ন ভূমি অফিস ও অফিস সহায়ক মো. শাহ আলমকে নাওতলা ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, অভিযোগের প্রেক্ষিতে পাঁচজনকে বদলির পাশাপাশি অভিযোগের সত্যতা তদন্ত করতে কমিটি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী জড়িতদের শাস্তি আওতায় আনা হবে।

সূত্র : কুমিল্লার কাগজ

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!