কুমিল্লা সদর দক্ষিণের পিপুলিয়ায় খালের মাটি কাটার দায়ে দুই জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণের পিপুলিয়ায় সোনাইছড়ি খালের মাটি কাটার দায়ে জাহিদুল ও তারেক নামের দুইজনকে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি বেকু জব্দ করা হয়। রবিবার (১৬ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ। অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা দিয়ে বয়ে যাওয়া সোনাইছড়ি খালের একাধিক স্পটে মাটি কেটে নিচ্ছে কয়েকটি সিন্ডিকেট। রবিবার উপজেলার চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়ায় বেকু দিয়ে সোনাইছড়ি খাল পাড়ের মাটি নেয়ার খবর পেয়ে চৌয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুলের নেতৃত্বে স্থানীয়রা বেকুর চালক ও হেলপারকে আটক করে।

সুয়াগাজী বাজারে বাকি ও সাতবাড়িয়ার মোতাহের মেম্বারের নেতৃত্বে একটি সিন্ডিকেট এই মাটি কাটে বলে জানায় স্থানীয়রা।
দুইজনকে আটক করার বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে সোনাইছড়ি খালের সরকারি মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আটককৃত দুইজনকে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে জেল দেয়া হয়েছে। অবৈধভাবে খালের মাটি কাটার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে মামলা করবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!