কুমিল্লায় ড্রিমটিম ৯৬’র মিলনমেলা ও পারিবারিক বনভোজন
- তারিখ : ১০:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 30
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এসএসসি ’৯৬ ব্যাচের বন্ধুদের সংগঠন ড্রিমটিম ‘৯৬ এর মিলনমেলা ও পারিবারিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লার কোটবাড়ি ব্লু-ওয়াটার পার্কে ড্রিমটিম ‘৯৬ এর এই মিলনমেলা ও পারিবারিক বনভোজন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি বন্ধুদের মধ্যে আড্ডা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমী আয়োজন ছিল ড্রিমটিম ‘৯৬ এর এই বছরের পারিবারিক বনভোজনে। ড্রিমটিম ‘৯৬ এর বন্ধুরা আনন্দের মধ্য দিয়ে অন্যরকম একটি দিন উপভোগ করেছে। বন্ধুদের আড্ডা ও আনন্দের ফাঁকে ফাঁকে চলে প্রিয়মুখগুলোর সাথে ছবি তোলা। দিনটিকে স্মরণীয় করে রাখতে স্মৃতির এলবামে বন্দি হয়েছেন সকলে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্রিমটিম ‘৯৬ এর আহবায়ক কৌশিক আহমেদ বশির, সদস্য সচিব অছিম উদ্দিন মুন্সি, যুগ্ম আহবায়ক হাসান ইমাম মজুমদার, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় ড্রিমটিম ‘৯৬ এর সদস্য মোতাহের হোসেন মজুমদার, আতিকুর রহমান চৌধুরী, আব্দুল বারেক মিন্টু, জামাল উদ্দিন, আব্দুল খালেক, মোতাহের হোসেন ভূঁইয়া, শামীমা আক্তার এবং ড্রিমটিম ‘৯৬ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।










