মোতালেব হোসেন।।।
কুমিল্লা জেলার লালমাই উপজেলার ছোট শরীফপুর ভূশ্চি বাজার নেছারীয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংটি ১৯৯৩ সালে ২৮ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে৷ বর্তমান ২০২০ সালে মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সংখ্যা ১৪৭ জন৷ লিল্লাহ বোর্ডিংয়ে ৪৫ থেকে ৫০ জন ছাত্রকে দৈনিক রুটিন অনুযায়ী তিন বেলা খাবার সহ প্রয়োজনীয় কিতাবাদি, ঔষধপত্র ও পোশাকের ব্যবস্থা করা হয়৷ ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাদ্রাসার জন্য একটি শিক্ষা ভবন নির্মাণ করা আবশ্যকীয়৷ যার জন্য অনেক অর্থের প্রয়োজন৷
২০১৯ সালের এপ্রিল হতে ২০২০ সালের মার্চ পর্যন্ত বারো মাসে মাদ্রাসাটি আয় হয়েছে প্রায় ১০ লক্ষ ৫৬ হাজার টাকা এবং ব্যায় হয়েছে প্রায় ১০ লক্ষ ৮৮ হাজার টাকা৷ বর্তমানে ছাত্র বৃদ্ধি পাওয়ায় বছরে অনেক টাকার প্রয়োজন।
এলাকাবাসী এবং প্রবাসীদের দান ও সহযোগিতায় মাদ্রাসাটি চলছে। পবিত্র রমজান মাসে এই মাদ্রাসায় সহযোগিতার জন্য বিশেষ আবেদন জানানো হয়েছে৷ পবিত্র রমজান মাসে আপনাদের দান খয়রাত, সাদকাহ জাকাত এবং ফিতরার টাকা দিয়ে সাহায্যের জন্য আবেদন রইল।
উল্লেখ্য মাদ্রাসার পূর্বের যে রেকর্ড বইটি ছিল এটি খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তাই মাদ্রাসার নিচের নাম্বার ব্যতীত অন্য কোনো ব্যক্তির সাথে লেনদেন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে৷
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ: মুহতামিম মাওলানা আলমগীর হোসাইন, মোবাইল: ০১৯৬৫০৭১৭৯৪ ও ০১৭৩২৬১৭৪২৩, সরকারি মুহতামিম হাফেজ কাজী আল আমিন মোবাইল: ০১৮২৭৬৮৯৬১৭৷
মাদ্রাসার বিকাশ নাম্বার: ০১৯৬৫০৭১৭৯৪ ও ০১৮২৭৬৮৯৬১৭৷