সদর দক্ষিণের কৃষ্ণপুরে এক যুবক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক ।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত যুবক সুয়াগাজী এলাকায় এক সিমেন্ট দোকানে চাকরি করত বলে জানা যায়। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান।

তিনি জানান,বুধবার পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মোট করোনায় আক্রান্ত ২৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ২২জন। তাদের সকলের বাড়ি লকডাউন করেছে প্রশাসন। সদর দক্ষিণ উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৯ জনের। এদের মধ্যে ফলাফল এসেছে ২৪১ জনের।

উল্লেখ্য, চৌয়ারা ইউনিয়নের হেমজোড়া মৈশান বাড়িতে একই পরিবারের ১০ জন ও এক এনজিও প্রতিনিধি সহ ওই গ্রামে মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!