০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

কুমিল্লায় একদিনে দুই পরিবহন শ্রমিক নেতার মৃত্যু

  • তারিখ : ১০:৩৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • / 500

স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় একই দিনে প্রাণ হারিয়েছেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (৯৩৮) দুই নেতা (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তারা হচ্ছেন সংগঠনের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল (৭৫) এবং কার্যকরী সভাপতি আলী আকবর আবু (৬০)। সোমবার দিবাগত রাত ১১টায় এবং মঙ্গলবার ভোর ৬টায় মাত্র ৭ ঘন্টার ব্যবধানে পরপারে পাড়ি জমান এ দুই নেতা।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবহন শ্রমিক নেতা ও কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু।

তিনি জানান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (৯৩৮) বর্তমান সভাপতি গোলাম রসুল বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার মুন হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার দিবাগত রাত ১১টায় সেখানেই মারা যান তিনি। পরদিন মঙ্গলবার দুপুরে (বাদ জোহর) তার নিজ বাড়ি সাতরা চম্পক নগর এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

অপরদিকে সংগঠনের কার্যকরী সভাপতি আলী আকবর আবু দীর্ঘদিন যাবৎ কিডনী জটিলতায় ভোগছিলেন। মঙ্গলবার ভোর ৬টায় বারপাড়া নিজ বাড়িতে প্রাণ হারান তিনি। পরে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে কুমিল্লার এ দুই শ্রমিক নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, মহাসচিব মো: তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও শোক প্রকাশ করেন শ্রমিক নেতা ইদ্রিস মিয়া, খন্দকার কামরুল হাসান টিপু, সেলিম উল্লাহ প্রমুখ। তারা মরহুম দু’জনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

কুমিল্লায় একদিনে দুই পরিবহন শ্রমিক নেতার মৃত্যু

তারিখ : ১০:৩৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০

স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় একই দিনে প্রাণ হারিয়েছেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (৯৩৮) দুই নেতা (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তারা হচ্ছেন সংগঠনের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল (৭৫) এবং কার্যকরী সভাপতি আলী আকবর আবু (৬০)। সোমবার দিবাগত রাত ১১টায় এবং মঙ্গলবার ভোর ৬টায় মাত্র ৭ ঘন্টার ব্যবধানে পরপারে পাড়ি জমান এ দুই নেতা।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবহন শ্রমিক নেতা ও কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু।

তিনি জানান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (৯৩৮) বর্তমান সভাপতি গোলাম রসুল বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার মুন হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার দিবাগত রাত ১১টায় সেখানেই মারা যান তিনি। পরদিন মঙ্গলবার দুপুরে (বাদ জোহর) তার নিজ বাড়ি সাতরা চম্পক নগর এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

অপরদিকে সংগঠনের কার্যকরী সভাপতি আলী আকবর আবু দীর্ঘদিন যাবৎ কিডনী জটিলতায় ভোগছিলেন। মঙ্গলবার ভোর ৬টায় বারপাড়া নিজ বাড়িতে প্রাণ হারান তিনি। পরে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে কুমিল্লার এ দুই শ্রমিক নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, মহাসচিব মো: তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও শোক প্রকাশ করেন শ্রমিক নেতা ইদ্রিস মিয়া, খন্দকার কামরুল হাসান টিপু, সেলিম উল্লাহ প্রমুখ। তারা মরহুম দু’জনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।