মোঃ জয়নাল আবেদীন জয় :
২রা জুলাই বৃহস্পতিবার লালমাই উপজেলায় নতুন করে আরো সর্বোচ্চ ০৮ জন করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। গত ৩০ শে জুন,২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত ১৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যাদের মধ্যে ০৯ জন কোভিড১৯ পজিটিভ এবং বাকিরা নিগেটিভ। এর মধ্যে বাগমারা উত্তরের ০৫ জন, বেলঘর উত্তরের ০২ জন, বাগমারা দক্ষিণে ০১ জন নতুন ও ০১ জনের ২য় নমুনা পজিটিভ।
এ নিয়ে লালমাই উপজেলায় কোভিড১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৬২ জন।
এ পর্যন্ত লালমাই উপজেলায় সংগৃহীত ৪৭৪টি নমুনার মধ্যে ৪৩০ টির ফলাফল পাওয়া গেছে, বাকিগুলো অপেক্ষমাণ আছে। করোনা পজিটিভ সনাক্ত ব্যক্তিরা হোম
আইসোলেশনে আছেন। তারা স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে আছেন।
এ নিয়ে লালমাই উপজেলায় করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন ৬২ জন। মৃত্যু সংখ্যা দুজন সুস্থ হয়েছেন ১১ জন। মনে রাখবেন স্বাস্থ্যবিধি মেনে না চললে এটা যে কারো হতে পারে। আতংকিত হবেন না, স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন। অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন। নিরাপদে থাকুন।