অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাসফি কামালের স্বামী মোহাম্মদ দিলশাদ হোসেনের মরদেহ লন্ডন থেকে ঢাকায় আনা হবে সোমবার।
দিলশাদ হোসেনের পরিবারের সদস্যরা জানান, আগামী সোমবার (২৬ এপ্রিল) সকাল নয়টায় দিলশাদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। সেখান থেকে গুলশানে অর্থমন্ত্রীর বাসবভন ও কাকরাইলে নিজ বাসভবনে মরদেহটি সর্বসাধারণের জন্য রাখা হবে।
পরে আগাসাদেক রোডের সিক্কাটুলী জামে মসজিদে যোহর নামাজের পর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
দিলশাদ হোসেন ১৭ এপ্রিল ৪৬ বছর বয়সে লন্ডনের বাসায় ইন্তেকাল করেন।
সেদিন লন্ডনে সাংবাদিক রাজিব হাসান জানান, ‘মো. দিলশাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার (১৬ এপ্রিল) তিনি মৃত্যুবরণ করেছেন। এ সময় তার পরিবারের সদস্যরা দেশে অবস্থান করছিলেন। রোববার পুলিশ এসে বাসার দরজা ভেঙে লাশ বের করে মর্গে নিয়ে গেছে।’
দিলশাদ হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের মামাতো ভাই। এছাড়া তিনি ছিলেন ঢাকার শেষ সরদার মরহুম মাজেদ সরদারের নাতি বেলায়েত হোসেনের বড় ছেলে।