স্টাফ রিপোর্টারঃ
অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লা নিউজ, সাপ্তাহিক বর্ণপাঠের সম্পাদক ,ডেইলি নিউ এইজের ব্যুরো চীফ, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি ইয়ামীন রীমা ‘ওয়াল্ড হেরিটেজ প্রোগ্রাম- ১৫সেপ্টম্বর-১৫অক্টোবর-২০২১ইং’অংশগ্রহন ও এক কর্মশালার উদ্দেশ্যে গত সোমবার আমেরিকা নিউইর্য়ক পৌঁছেন।
চল্লিশটি দেশের মোট ১২০জন সাংবাদিক ও বিশেষজ্ঞ এই প্রোগ্রামে অংশ নিয়ে তাদের নিজ নিজ দেশের হেরিটেজের সংরক্ষন ও বিভিন্নদিকের আলোকপাত ও প্রতিবেদন তৈরি করবেন।
উল্লেখ্য পূর্বেও ইয়াসমীন রীমা আমেরিকা ,নেপাল,শ্রীলংকা,পাকিস্তান, থাইল্যান্ড,ভূটান ভারতে বিভিন্ন প্রোগ্রাম ও কর্মশালায় অংশগ্রহন করেন। ব্যক্তিগত জীবনে তিনি খ্যাতিমান ছড়াকার অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লা নিউজের প্রধান সম্পাদক সাংবাদিক জাকির আজাদ বাবুর সহধর্মিনী।