নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির খেলোয়ারদের অনুশীলন পরিদর্শনে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কনসালটেন্ট স্টিভ রোডস।
শনিবার সকালে (১৯ ফেব্রুয়ারী)কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই কলেজ মাঠের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলোয়াড়দের বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং এর বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন স্টিভ রোডস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির খেলোয়ারদের উদ্দেশ্যে
স্টিভ রোডস বলেন, মাঠে নামার পর খেলোয়ারদের সব সময় সেল্প কনফিডেন্স লেভেল হাই রেখে কঠোর পরিশ্রম করতে হবে। একজন খেলোয়ার মাঠে অনুশীলনের পর বেশি বেশি ম্যাচ খেলার বিষয়েও পরামর্শ দেন তিনি।
যে কোন ম্যাচের ভুলগুলো চিহ্নিত করে অনুশীলনের মাধ্যমে তা সংশোধন করে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নেয়ার বিষয়েও পরামর্শ দেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
এ সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সভাপতি গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, অর্থমন্ত্রীর পিও মোঃ মিজানুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সহকারী কোচ ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির প্রধান কোচ আতিকুর রহমান, বিকেএসপি কোচ সরোয়ার জাহান,সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন, সদর দক্ষিণ উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম, সাবেক ছাত্রলীগ নেতা আউয়াল,সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুহিন, লালমাই সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ গাজী উপস্থিত ছিলেন।