কুমিল্লা সদর দক্ষিণে অভিযানের পাশাপাশি কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মাজহারুল ইসলাম নোমান:

করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বিরামহীনভাবে মাঠে দায়িত্ব পালন করছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ ও সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুন্নেছা।

সড়ক ও মহাসড়কে অভিযানের পাশাপাশি সরকারের কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলে কর্মহীন হয়ে পরা বিভিন্ন শ্রেণীর অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন খাদ্য সামগ্রী নিয়ে।

এ যেন দুঃসময়ে মানবিকতার এক বাস্তব দৃষ্টান্ত।খাদ্য সামগ্রী হাতে পেয়ে আনন্দিত কর্মহীন মানুষ।

এদিকে শনিবার সকাল থেকেই ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী বাজার,জাঙ্গালিয়া বাস টার্মিনাল সহ সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের ফলে মহাসড়কের তেমন গণপরিবহন চোখে পরেনি। জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক দুটিই ছিল প্রায় গণপরিবহন ও জনমানবশূণ্য। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে তেমন ঘর হতে দেখা যায়নি। সর্বোপরি সরকারি নির্দেশনা পালনে আন্তরিকতার সাথে কাজ করছেন সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!