কুমিল্লার জেলখানা বাড়িতে “শংকর মৃৎশিল্প এন্ড হ্যান্ডি ক্রাফটস” শো-রুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণের জেলখানা বাড়িতে ৩১ মে বুধবার “শংকর মৃৎশিল্প এন্ড হ্যান্ডি ক্রাফটস” শো-রুম শুভ উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এবং জেলখানা বাড়ি রাস্তার উত্তর পাশে “শংকর মৃৎশিল্প এন্ড হ্যান্ডি ক্রাফটস” শো-রুম টি অবস্থিত।
শংকর মৃৎশিল্প এন্ড হ্যান্ডি ক্রাফটস শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শংকর মৃৎশিল্প এন্ড হ্যান্ডি ক্রাফটস এর স্বত্বাধিকারী শংকর চন্দ্র পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন ব্যাংক লালমাই বাজার শাখার ব্যবস্থাপক মোঃ আবদুল কাইয়ুম, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার। সমাজ সেবক মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও মোঃ সফিকুল ইসলাম সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী রবিউল ইসলাম, মিজানুর রহমান, ডাঃ শিউলী রানি পাল, এবাদুল হোসেন, প্রভাত চন্দ্র পাল, দীলিপ চন্দ্র পাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শংকর মৃৎশিল্প এন্ড হ্যান্ডি ক্রাফটস শো-রুম এর স্বত্বাধিকারী শংকর চন্দ্র পাল জানান, শো- রুমটিতে কুমিল্লার ঐতিহ্যবাহি মৃৎশিল্পের ফুলের টব, ডিনার সেট, চায়ের কাপ, দধির কাপ, দধির বাটি, পিতল ফুলদানী, স্কয়ার টব, কারি পাতিল, কারি বোল, গামলা, গ্রামীণ কলস তাওয়া, সোপবল, খাবার প্লেট, পানির জগ, মগ, গ্লাস, কাঠ এবং বাঁশের বিভিন্ন পণ্য,হস্ত শিল্পের উপহার সামগ্রী পাইকারী ও খুচরা মূল্যে পাওয়া যায়। কুমিল্লা সহ দেশের অন্যান্য জেলা ও উপজেলা মানুষকে একবার হলেও এ শো-রুমে এসে দেখে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শংকর চন্দ্র পাল।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!