কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত
- তারিখ : ০৮:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 318

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1,"transform":2,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
কুমিল্লা সদর দক্ষিণের বেলতলীতে পিকআপ চাপায় আব্দুল হান্নান (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগষ্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান সদর দক্ষিণের মধ্যম বিজয়পুর এলাকার বাসিন্দা এবং সে পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর প্রায় ১ টার দিকে আব্দুল হান্নান মাইক্রো থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি পিকআপ তাঁকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এছাড়াও পিক-আপের ধাক্কায় যাত্রীবাহী লোকাল মাইক্রোবাসের আরো কয়েকজন যাত্রী আহত হয়।
এবিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান,
ঘটনাস্থলে গিয়ে পিকআপ চালককে পাওয়া যায়নি। পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।