০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় যৌথ অভিযানে রিভলবার-এলজি উদ্ধার, গ্রেপ্তার ৪ কুমিল্লা সদর দক্ষিণে মাদক ব্যবসায়ী বিল্লালের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক

কুমিল্লায় একদিনে দুই পরিবহন শ্রমিক নেতার মৃত্যু

  • তারিখ : ১০:৩৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • / 524

স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় একই দিনে প্রাণ হারিয়েছেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (৯৩৮) দুই নেতা (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তারা হচ্ছেন সংগঠনের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল (৭৫) এবং কার্যকরী সভাপতি আলী আকবর আবু (৬০)। সোমবার দিবাগত রাত ১১টায় এবং মঙ্গলবার ভোর ৬টায় মাত্র ৭ ঘন্টার ব্যবধানে পরপারে পাড়ি জমান এ দুই নেতা।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবহন শ্রমিক নেতা ও কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু।

তিনি জানান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (৯৩৮) বর্তমান সভাপতি গোলাম রসুল বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার মুন হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার দিবাগত রাত ১১টায় সেখানেই মারা যান তিনি। পরদিন মঙ্গলবার দুপুরে (বাদ জোহর) তার নিজ বাড়ি সাতরা চম্পক নগর এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

অপরদিকে সংগঠনের কার্যকরী সভাপতি আলী আকবর আবু দীর্ঘদিন যাবৎ কিডনী জটিলতায় ভোগছিলেন। মঙ্গলবার ভোর ৬টায় বারপাড়া নিজ বাড়িতে প্রাণ হারান তিনি। পরে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে কুমিল্লার এ দুই শ্রমিক নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, মহাসচিব মো: তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও শোক প্রকাশ করেন শ্রমিক নেতা ইদ্রিস মিয়া, খন্দকার কামরুল হাসান টিপু, সেলিম উল্লাহ প্রমুখ। তারা মরহুম দু’জনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

কুমিল্লায় একদিনে দুই পরিবহন শ্রমিক নেতার মৃত্যু

তারিখ : ১০:৩৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০

স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় একই দিনে প্রাণ হারিয়েছেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (৯৩৮) দুই নেতা (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তারা হচ্ছেন সংগঠনের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল (৭৫) এবং কার্যকরী সভাপতি আলী আকবর আবু (৬০)। সোমবার দিবাগত রাত ১১টায় এবং মঙ্গলবার ভোর ৬টায় মাত্র ৭ ঘন্টার ব্যবধানে পরপারে পাড়ি জমান এ দুই নেতা।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবহন শ্রমিক নেতা ও কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু।

তিনি জানান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (৯৩৮) বর্তমান সভাপতি গোলাম রসুল বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার মুন হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার দিবাগত রাত ১১টায় সেখানেই মারা যান তিনি। পরদিন মঙ্গলবার দুপুরে (বাদ জোহর) তার নিজ বাড়ি সাতরা চম্পক নগর এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

অপরদিকে সংগঠনের কার্যকরী সভাপতি আলী আকবর আবু দীর্ঘদিন যাবৎ কিডনী জটিলতায় ভোগছিলেন। মঙ্গলবার ভোর ৬টায় বারপাড়া নিজ বাড়িতে প্রাণ হারান তিনি। পরে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে কুমিল্লার এ দুই শ্রমিক নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, মহাসচিব মো: তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও শোক প্রকাশ করেন শ্রমিক নেতা ইদ্রিস মিয়া, খন্দকার কামরুল হাসান টিপু, সেলিম উল্লাহ প্রমুখ। তারা মরহুম দু’জনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।